ক্রঃনং | প্রতিষ্ঠানের ধরণ | সেবা প্রদানের বিবরণ | সেবা প্রদানের সময় | সেবা প্রদানের পদ্ধতি | মমতব্য |
১ | উচ্চ মাধ্যমিক কলেজ / আলিম মাদ্রাসা পর্যায় | একাদশ ও দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি বিতরণ | জুলাই - ডিসেম্বর/ জানুয়ারী- জুন | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ব্যাংকের মাধ্যমে ছাত্রীদের হাতে উপবৃত্তির অর্থ প্রদান । |
|
২ | মাধ্যমিক বিদ্যালয়/ নিম্নমাধ্যমিক বিদ্যালয় | ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর উপবৃত্তি বিতরণ | জানুয়ারী - জুন/ জুলাই - ডিসেম্বর | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ব্যাংকের মাধ্যমে ছাত্র- ছাত্রীদের হাতে উপবৃত্তির অর্থ প্রদান । |
|
৩ | মাধ্যমিক বিদ্যালয়/ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা | ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যমত বই বিতরণ | ১৫ ডিসেম্বর হইতে ৩১ ডিসেম্বর |
স্কুলে প্রেরণ | পহেলা জানুয়ারীতে ছাত্র/ ছাত্রীদের হাতে বই বিতরণ |
৪ | সব প্রতিষ্ঠান | প্রতিষ্ঠানের /এসবিএ/ আই পিবিএম কার্যক্রম পরিদর্শন |
| সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে |
|
৫ | মাধ্যমিক বিদ্যালয়/ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা | শিক্ষক নিয়োগ | প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী | ঐ |
|
৬ | মাধ্যমিক বিদ্যালয়/ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা | প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনা |
| ঐ |
|
৭ | মাধ্যমিক বিদ্যালয়/ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা | ধেলাধুলা পরিচালনা | গ্রীষ্মকালীন- জুলাই শীতকালীন- ডিসেম্বর | জোন ভিত্তিক ও কেন্দ্রীয় ভাবে সকল প্রতিষ্ঠানের অংশগ্রহনের মাধ্যমে |
|
৮ | মাধ্যমিক বিদ্যালয় ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় | শাখা খোলার নিমিত্তে পরিদর্শন | প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী | প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে। |
|
৯ | ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যমত্ম ছাত্র১০% ও ছাত্রী ৩০% উপবৃত্তি সংক্রামত্ম তথ্য সংগ্রহ যাচাইকরণ প্রক্রিয়াকরণ। | শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতি বছরে ২ বার |
১০ | একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের উপবৃত্তির সংখ্যা ৪০% নির্ধারন, তথ্য সংগ্রহ যাচাইকরণ ও প্রক্রিয়াকরণ। | শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতি বছরে ২ বার |
১১ | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে টিউশন ফি ছাড়করণ। | প্রতিষ্ঠান প্রধানের আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতিষ্ঠান প্রধানের আবেদনকৃত সময় হতে ৩ দিন |
১২ | ক্লাষ্টার গঠন করে প্রশিক্ষনের ব্যবস্থা করা। | স্ব-উদ্যোগে | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
১৩ | সঞ্জীবনী কোর্সে মনোনয়ন প্রদান ও তালিকা প্রস্ত্তত করণ। | শিক্ষকগণ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করবেন। | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
১৪ | প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও বিষয় ভিত্তিক সহকারী শিক্ষক-কর্মচারী, সমমানের পদে কর্মরত প্রশিক্ষণ পায়নি তাদের একটি তালিকা প্রণয়ন ও সংরক্ষণ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ। |
| উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | সরকারী নির্দেশনা অনুযায়ী |
১৫ | একাডেমিক ও প্রশাসনিক পরিদর্শন শেষে প্রণীত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে প্রেরণ। |
| উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
১৬ | ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যমত্ম সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বইয়ের চাহিদা গ্রহণ | প্রতিষ্ঠান প্রধানের আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
১৭ | দাখিল মাদ্রাসায় এবতেদায়ী ১ম শ্রেণী হতে দাখিল ৯ম শ্রেণী পর্যমত্ম সকল ছাত্র-ছাত্রীর বইয়ের চাহিদা গ্রহণ । | প্রতিষ্ঠান প্রধানের আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | ৩১ ডিসেম্বর এর মধ্যে পাঠ্যবই প্রদান। |
১৮ | উপজেলার সকল বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, নিমণ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সাময়িক/বার্ষিক/প্রাকনির্বাচনী/ নির্বাচনী পরীক্ষায় অভিন্ন সময়সূচী অনুযায়ী পরীক্ষা গ্রহনের ব্যবস্থা করা। | উপজেলার সকল বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, নিমণ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সাময়িক/বার্ষিক/প্রাকনির্বাচনী/ নির্বাচনী পরীক্ষায় অভিন্ন সময়সূচী অনুযায়ী পরীক্ষা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | সরকারী নির্দেশনা অনুযায়ী |
১৯ | ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যমত্ম বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সরকারী অনুদানের অংশ ছাড়করণ। | প্রতিষ্ঠান প্রধানের আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতিষ্ঠান প্রধানের আবেদনকৃত সময় হতে ৩ দিন |
২০ | বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী নিয়োগ বোর্ডে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে দায়িতব পালন। | প্রতিষ্ঠান প্রধানের আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | - |
২১ | শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের আয়োজনে সহায়তা করা। | স্ব-উদ্যোগে | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | - |
২২ | এসবিএ. এসপিবিএম কার্যকর করণে মনিটরিং করা। |
| উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | সারা বছর ব্যাপী |
২৩ | শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট প্রণয়নে সহায়তা করা। | প্রতিষ্ঠান প্রধানের আবেদন করা | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতি বছর ১৫ জানুয়ারীর মধ্যে |
২৪ | উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত বিভিন্ন নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন। |
|
|
|
২৫ | জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উপজেলা সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং উপজেলা ভিত্তিক ক্রীড়ানুষ্ঠানের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সদস্য সচিব হিসেবে দায়িতব পালন। | কমিটির সভার সিদ্ধান্তের মাধ্যমে | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতি বছর জানুয়ারী ও ফেব্রুয়ারী, জুলাই ও আগস্ট |
২৬ | উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীত ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করা। | কমিটির সভার সিদ্ধান্তের মাধ্যমে | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা | প্রতি বছর জানুয়ারী ও ফেব্রুয়ারী, জুলাই ও আগস্ট |
২৭ | শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত স্কুল ট্যুইনিং, একাডেমিক কাউন্সিল নেটওয়ার্ক ও রিসোর্স সেন্টার কার্যক্রম গ্রহণ করা। | স্ব-উদ্যোগে | উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
২৮ | প্রতি তিন মাস অন্তর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন বিষয়ে মূল্যায়ন সভা অনুষ্ঠান এবং এ সংক্রান্ত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে প্রেরণ করা। |
| উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS